সাউথ এশিয়ান স্কুলের ঈদ—এ—মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল, সাউথ এশিয়ান স্কুলে যথাযোগ্য মর্যাদায় ঈদ—এ—মিলাদুন্নবী সা., পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে ১১/০৯/২০২৫ তারিখ। সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ সালেহ উদ্দীন (মাধ্যমিক) জনাব মোঃ আতাউল্লাহ জিহাদ (প্রাথমিক) এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ সা. জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। বক্তৃতা, হামদ, নাত এর মধ্য দিয়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে তোলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
স্বাগত ভাষণে সহকারী প্রধান শিক্ষক শিক্ষাক্ষেত্রে প্রিয়নবী হযরত মুহাম্মদ সা. এর মূলনীতি তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৈয়দ লকিতুল্লাহর বক্তব্যের মধ্য দিয়েও মুহাম্মদ সা. এর জীবনাদর্শের একটি সুন্দর দৃষ্টান্তের পরিচয় পাওয়া যায়।
অনুষ্ঠান শেষে মিলাদুন্নবী সা. উপলক্ষে হামদ-নাত, কেরাত এবং আযান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার প্রদানের পাশাপাশি সম্প্রতি অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াড ও দাবা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।